January 2, 2025, 11:20 pm
দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ও আহত হয়েছে ১ জন।
সুজালপুর ইউনিয়নের জগদল বাজারে ২৪ জুলাই রবিবার বিকেল সাড়ে চারটার দিকে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই এলাকার সঞ্জয় এর পুত্র রওশন (১৭) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়।
অপর মোটরসাইকেল আরোহী গোবিন্দ রায়ের পুত্র এভারেস্ট (২৮) আহত হয় ।
সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম মাষ্টার ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, এভারেস্টের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থাও আশঙ্কাজনক। (ছবি নাই)
মোঃ নাজমুল ইসলাম (মিলন)
দিনাপুর প্রতিনিধি।