April 22, 2025, 5:34 am
পটিয়া প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২২ প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুনের সভাপতিত্বে খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সংবর্ধিত অতিথি ছিলেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক,মেয়র আয়ুব বাবুল,মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু।বক্তারা বলেন, মান সম্মত শিক্ষার বিকল্প নেই। ইতোমধ্যে বর্তমান সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাবৃত্তি চালু, মেধা অন্বেষণ প্রতিযোগিতাসহ শিক্ষা বিষয়ে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন।