June 3, 2023, 8:43 pm
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া সোমবার (২৫ জুলাই) সকাল ১১টায় কৃষি মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ ¡ এড. মোসলেম উদ্দিন এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিমের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার পৃতীষ চন্দ্র পালের স ালনায় উপজেলা পরিষদ মাঠে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার জেসমিন নাহার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া শিমুল তরফদার , কৃষি সম্প্রসারণ অফিসার দেলোয়ার হোসেন, কৃষক বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দসহ সুধীবৃন্দ ও কিষাণ-কিষাণীগণ উপস্থিত ছিলেন। অতিথিগণ পরবর্তীতে বিভিন্ন স্টল পরিদর্শন শেষে তাদের সন্তুষ্টি বক্তব্য করেন। এ মেলা সোমবার শুরু হয়ে আগামী বুধবার সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।