February 15, 2025, 5:30 pm
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: ২৩ জুলাই থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উদৃ যাপন উপলক্ষে পাথরঘাটা উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক
আলোচনা সভা ও মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে ।
রবিবার ২৪ জুলাই বেলা ১১টায় পাথরঘাটা উপজেলা পরিষদ সন্মেল কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এম.এ.খালেক,উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন ও হাফিজুর রহমান সোহাগ, কোষ্টগার্ড স্টেশণ কমান্ডার লে.এম মমিনুল ইসলাম সহ অন্যন্য অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে ৩ শ্রেষ্ঠ কৃষককে পুরস্কৃত করা হয়।
এছাড়াও উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।
অমল তালুকদার
পাথরঘাটা।।