April 29, 2025, 8:37 am
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে মারপিটসহ জীবন নাশের হুমকি দেয়ায় পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করেছে ভুক্তিভোগী পরিবার ।
সাধারণ ডায়েরী সুত্র জানাযায়, উপজেলার হরিঢালী ইউনিয়নের মামুদকাটী গ্রামের শৈলেন দাশের ছেলে রামপদ দাশ(৬১) এর সাথে প্রতিবেশি নারায়ন দাশ(ঠাকুর) ছেলে সুদেব দাশ, জয়দেব দাশ এর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রামপদ দাশ তাদের বাড়ির সামনের রাস্তার উপর আসলে প্রতিপক্ষরা রামপদ দাশকে উদেশ্য করে গালিগালাজ করতে থাকে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে তাকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় সোমবার পাইকগাছা থানায় হাজির হয়ে সুদেব(৩৮), ও জয়দেব(৩৫) নামে সাধারণ ডায়েরী । পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, পরিবারের জান মালের ক্ষতি সহ শান্তি শৃঙ্খলা বিনষ্ট ও শান্তি ভঙ্গের সম্ভবনা থাকায় সাধারণ ডায়েরী হিসেবে নেয়া হয়েছে।
ইমদাদুল হক,
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।