December 3, 2024, 8:37 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় শ্যালোচালিত নছিমন থেকে পড়ে হাবিবুর রহমান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ জুলাই) বিকেলে অটোয়ারী উপজেলার বারো আউলিয়া গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের তাহেরুলের ছেলে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত হাবিবুর শ্যালোচালিত নছিমনে চড়ে ধামের থেকে আটোয়ারী উপজেলায় যাচ্ছিলেন। এ সময় বার আউলিয়া গেইটের সামনে নছিমন থেকে তিনি রাস্তায় পড়ে যান।
পরে চালক বিষয়টি বুঝতে পেরে পেছনে তাকালে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন।
এর পর দ্রুত সেখান থেকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় জিডি মূলে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।