December 3, 2024, 8:26 pm
জান্নাতুল বিশ্বাস.নড়াইল!! নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ জুলাই) সকালে নড়াইল সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তির মধ্যদিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম. জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান সহ সরকারী কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে মৎস্য সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।#
মো জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি।।