January 14, 2025, 2:58 am
গৌরনদী প্রতিনিধিঃ-
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”
এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ—২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। রবিবার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এইচ এম জয়নাল আবেদীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃআবুল বাশার, কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক হাওলাদার, সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ—সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, মৎস্য অফিস সহকারী মোঃ নুরুল ইসলামও গৌরনদী উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে ব্যানার, ফেস্টুন সহকারে উপজেলার বিভিন্ন সড়কে র্যালী ও আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্য চাষীদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।