December 4, 2023, 12:17 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের কালীগঞ্জে ১৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে গরম থেকে শিক্ষার্থীদের স্বস্তি দিতে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
গত ২৫ শে জুলাই (রোববার)কালীগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদ হলরুমে এসব সিলিং ফ্যান বিতরণ করেন রংপুর বিভাগের শ্রেষ্ট ও ২ বারের সফল কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।ফ্যান বিতরণ অনুষ্ঠানে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান। আরোও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
ফ্যান বিতরণ অনুষ্ঠানে রংপুর বিভাগের শ্রেষ্ট ও ২ বারের সফল কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, প্রখর এ গরমে রোদের তীব্রতা এতটাই বেশি যে, মানুষজন অতিষ্ঠ হয়ে পড়ছেন। আর এ গরমেই কোমলমতি শিশুরা প্রতিনিয়ত স্কুলে যাতায়াত করছে। যাতে এ কোমলমতি শিশুরা স্কুলে গিয়ে গরমের তীব্রতা হতে কিছুটা স্বস্তি পায় এ জন্য তাদের কথা বিবেচনা করে উপজেলা পরিষদের অর্থায়নে মোট ১৬৬ টি স্কুলে সিলিং ফ্যান বিতরণ করা হচ্ছে।
হাসমত উল্লাহ।।