March 25, 2025, 9:56 pm
আগৈলঝাড়া প্রতিনিধি!! দুই কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে কলেজ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, রত্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা। কলেজ গভর্নিং বডির সভাপতি রফিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ নাসির ইকবাল সহ অন্যান্যরা।