October 15, 2024, 12:03 am
মাসুম বিল্লাহ শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
শেরপুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৫৯ কোটি ৩৭ লাখ ৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২৩ জুলাই শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তন হাজিপুর শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব হাবিবুর রহমান এম পি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ, শেরপুর থানার ওসি (তদন্ত) সনাতন চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, বগুড়া জজ কোর্ট এর অতিরিক্তি পি পি আবুল কালাম আজাদ, বদরুল ইসলাম পোদ্দার ববি, আশরাফুল ইসলাম, কাউন্সিলবৃন্দ।