November 12, 2024, 9:17 am
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
কৃষক বাঁচাও,দেশ বাঁচাও এই স্লোগানে বাংলাদেশ কৃষকলীগ পানছড়ি উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুন) সকাল ১১ টার সময় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে জেলা কৃষক লীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য এর মাধ্যমে উদ্ভোধন করা মধ্য দিয়ে প্রথমার্ধের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয়ার্ধ সম্মেলনে শাজাহান কবির শাজুকে সভাপতি, ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক ও টিকলু চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এই সময় পানছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ কাবির ফয়সাল এর সঞ্চালনায় ও পানছড়ি উপজেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাজাহান কবির শাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।
এই সময় আরও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি কৃষক লীগের সদস্য সচিব খোকন চাকমা,জেলা আওয়ামীলীগের সদস্য জয়নাথ দেব,বাংলাদেশ কৃষক লীগ এর দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা,সদস্য মোতাহের হোসেন বাবুল,সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আরমান চৌধুরী, জেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক টারজেন বড়ুয়া,পানছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুর মোহাম্মদ,যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম দে,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদ, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহির উদ্দিন, ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ।