April 19, 2025, 9:04 am
মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারা দেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বংলাদেশ”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী রেজা শামীমের সভাপতিত্বে উপজেলায় কর্মরত সাংবাদিকগণের সাথে মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য সম্পসারণ কর্মকর্তা অন্তরা ইয়াশমীনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, একাডেমিক সুপারভাইজার ওয়ালিউল্লাহ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী রেজা শামীম সপ্তাহব্যাপি কর্মসূচির বিবরণ দেন।