December 26, 2024, 5:36 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘ প্রায় ১৯বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১শে জুলাই) বিকেলে স্থানীয় সরকারি নজরুল একাডেমী মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এম.পি, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমীন মাদানী এম.পি, জেলা পরিষদের প্রশাসক ইউসুফ খান পাঠান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, শরীফ হাসান অনু,দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দ্বীন ইসলাম ফখরুল, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন খান, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক এডভোকেট জিয়াউল হক সবুজ প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে আগামী তিন বছরের জন্য
আবুল কালাম মোঃ শামসুদ্দিন কে সভাপতি ও ইকবাল হোসেন কে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
এদিকে দীর্ঘ প্রায় ১৯বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ায় দলীয় নেতা কর্মীদের মাঝে ছিল বাধভাঙ্গা উচ্ছ্বাস।