বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন কারাগারে

মো;বাবুল হসেন পঞ্চগড় ;
আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলাউদ্দিনকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে পঞ্চগড়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অলরাম কাজী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শুক্রবার ভোরে বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রাতেই তাকে পঞ্চগড়ের আটোয়ারী থানায় হস্তান্তর করা হয়।

তিনি আটোয়ারী উপজেলার ছোটধাপ গ্রামের হবিবুর রহমানের ছেলে। বিশ্বজিৎ হত্যা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত এ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

পুলিশ জানায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর থেকে আলাউদ্দিন আত্মগোপনে ছিলেন। গত ৭ জুলাই ঈদের ছুটিতে স্ত্রীসহ বগুড়ার মোকামতলা বন্দরে শ্বশুরবাড়ি বেড়াতে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *