November 6, 2024, 5:03 pm
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
“প্রধানমন্ত্রীর নির্দেশনা মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবেনা” এই স্লোগানকে সামনে রেখে আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন-গৃহহীন উপকারভোগীদের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“সারাদেশের ন্যায়” চাঁপাই নবাবগঞ্জের নাচোলও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধনে যোগদেন নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমিনা আক্তার, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, মহিলা ডির্গী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নিসহ উপজেলা প্রসাশনের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধনে ২৬,২২৯টি উপকারভোগীরা বাড়ির শুভ উদ্বোধন করেন।