January 2, 2025, 11:32 pm
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় সাবরেজিস্টার মোহাম্মদ কামাল হোসন জেলা রেজিস্ট্রারের পদোন্নতি পাওয়ায় দলিল লেখক সমিতির পক্ষে তাকে বিদায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। বুধবার সকালে দলিল লেখক সমিতিতে সমিতির সাধাররণ সম্পাদক গাজী বজলুর রহমানের সভাপতিত্বে বিদয়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবরেজিস্টার অফিসের মোহরার জিনায়েদ হোসেন, অফিস সহকারী খুকুমণি, মোরার মীহির কুমার রায়, সুবোধ কুমার চক্রবর্তি, এস এম মুক্তার হোসেন, সুভাষ চন্দ্র রায়, মিলন রায় চৌধুরী, প্রশান্ত কুমার রায়। বিদয় অনুষ্ঠানে বক্তরা বলেন, মোহম্মদ কামাল হোসেন খান ২০২২ সালের ১৪ জুন পাইকগাছা সাবরেজিস্টার অফিসে যোগদান করেন। ১ মাস ৭ দিন পর তিনি পদোন্নতি নিয়ে পটুয়াখালী জেলা রেজিস্ট্রার হিসাবে যোগদান করছেন।
ইমদাদুল হক,
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।