June 7, 2023, 8:27 am
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় চিংড়ি ঘেরের হমলা ভাংচুর ঘেরমালিককে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়া মামলার ৭ আসামীকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিজ্ঞবিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। বুধবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে জামিনের জন্য ৭ আসামী আবেদন করে। কিন্তু বিজ্ঞবিচারক শুনানীন্তে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।উল্লেখ্য গত ২৪জুন রাতে উপজেলার লতা ইউনিয়নের বাইনচাপড়া গ্রামে। এঘটনায় ২৫ জুন আহতের ভাই বাদী হয়ে হানিফ মীরের ছেলে রুবেল মীর(৩৬),মোফাজ্জেল হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার(৪০), রফিকুল হাউলাদার(৩৫), হানিফ মীর (৫৫),পরান মীর(৪০)মোতাহার (৩৫), শহিদুল সহ ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করে। এ মামলায় তারা পালাতক ছিলো। বুধবার তারা পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে জামিনের জন্য আবেদন করে। বিজ্ঞ বিচারক শুনানি অন্তে জামিন নামঞ্জুরকরে জেল হাজতে পাঠান হয়েছে এ মামলার আইজীবী সুরেশ সরকার জানান।