December 7, 2024, 12:13 am
মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি: ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক জুয়া খেলার অপরাধে ০৭ জন আসামীকে গ্রেফতার পূর্বক সর্ব মোট ১,২০০/-(এক হাজার দুইশত) টাকা উদ্ধার।
জনাব মোঃ রওশন ইয়াজদানী অফিসার ইনচার্জ, ক্ষেতলাল থানা, জয়পুরহাটের দিক নিদের্শনায় ক্ষেতলাল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ কাজী রেজাউল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৯-০৭-২০২২ খ্রিঃ বেলা ১৫.২০ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন আলমপুর অন্তর্গত বানিয়াচাপড় গ্রামস্থ জনৈক মোঃ জলিল সরকার, পিতা- মৃত আইন উদ্দিন সরকার এর পুকুরের দক্ষিণ পাড়ের বাঁশঝাড়ের নিচে হইতে টাকা বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় আসামী ১। মোঃ শফিউল্লাহ (৬০), পিতা- মোঃ আব্দুল কাদের, বর্তমান সাং- বাঘোপাড়া, থানা- কাহালু ( মোঃ জাহেদুল (৩৬), পিতা মৃত বাহার এর বাড়ীর ভাড়াটিয়া), স্থায়ী সাং- ভগবতী তলা, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ), ২। মোঃ সাইফুল ইসলাম (৩০), পিতা- মোঃ-সোলেমান, ৩। মোঃ নাজিম (২০), পিতা- মোঃ নুরুল, ৪। মোঃ ইয়াকুব আলী (৩০), পিতা- মোঃ বাচ্চু তরফদার, উভয় সাং- পোড়াপাড়া, ৫। মোঃ গোলাম মোস্তফা (৩২), পিতা- মৃত আঃ সাত্তার, সাং- মোস্তফাপুর, ৬। মোঃ আঃ রহিম (৩০), পিতা- মোঃ আঃ রশিদ, ৭। মোঃ হাফিজার রহমান (৫০), পিতা- মৃত নজির উদ্দিন খা, উভয় সাং- পোথাট্টি, সর্ব থানা- দুঁপচাচিয়া, জেলা- বগুড়াদের গ্রেফতার করেন এবং ঘটনাস্থল হইতে ০১। তাসখেলার নগদ সর্বমোট ১২০০/- (বার শত) টাকা ২। ০১ (এক) সেট DON তাস, ৩। নীল রংয়ের পলিথিন-০১টি বস্তা উদ্ধার করেন। আসামীদের জুয়া আইনে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।