April 19, 2025, 8:55 am
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় পুকুরে ডুবে মোস্তাকিম (০৪) নামে শিশুর মৃত্যু হয়েছে।সে উপজেলার দেলুটি ইউনিয়নের তেলিখালী গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে। সোমবার বেলা ১১ টার দিকে তাদের নিজেদের পুকরে পড়ে যায়। এ সময় তার মা ইউনিয়ন পরিষদে ছিল। বাবা মকুবুল শিশুকে কোথাও না পেয়ে খুঁজতে থাকে। এক পর্যায়ে না পেয়ে পুকুরে নেমে শিশুটিকে খুঁজতে থাকে এবং সেখান থেকে তাকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে পার্শ্ববর্তী বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। বিষয়টা নিশ্চিত করেন স্থানীয় জিয়াবুনিয়া সমবায় সমিতির সভাপতি ভোল্টন ভন্ডল।পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। থানায় অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা হয়েছে।
প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।