November 11, 2024, 9:50 pm
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের পায়রা সেতু টোল প্লাজা সংলগ্নে পুলিশের চেকপোস্ট করাকালীন ৩ কেজি গাঁজা সহ মুছা হাওলাদার (৪৫), নামের একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত আনুমানিক ১২.৩০ মিনিটের সময় তাকে আটক করেছে পুলিশ।আটককৃত মুছা রাঙ্গাবালী উপজেলার বড়-বাইশদা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কাজী কান্দা গ্রামের বাসিন্দা মৃত হানিফ হাওলাদারের ছেলে।
পুলিশ সুত্রে, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শহিদুল্লাহ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী,,ও সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল এর নির্দেশনায় এবং দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম এর তদারকিতে দুমকি থানার এস,আই রাজিব, এ,এস,আই রমিজ, এ,এস,আই হালিম সংগীয় ফোর্স সহ লেবুখালী টোল প্লাজা সংলগ্নে চেকপোস্ট করা কালিন অদ্য (১৮/০৭/২০২২ ইং) তারিখ আনুমানিক রাত ১২.৩০ মিনিটের সময় আসামি মুছা হাওলাদার(৪৫), কে আটক করেন। এসময় আটককৃত মুছার নিকট হইতে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।