December 26, 2024, 11:56 am
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে এক তরুণী প্রেমের স্বীকৃতি আদায় করতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের তিনদিন পর থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। শুক্রবার রাতে তরুণী নিজেই বাদী হয়ে সুজানগর থানায় প্রেমিক সোহেল হোসেনকে আসামি করে মামলাটি দায়ের করেন। জানাযায়, উপজেলার মানিকহাট ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামের মো.ইসলাম হোসেনের ছেলে সোহেল হোসেন এবং সাতবাড়ীয়া ইউনিয়নের তারাবাড়ীয়া গ্রামের মো.নাসির হোসেনের মেয়ে ও স্থানীয় সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ থেকে এবারে মানবিক শাখা থেকে এইচএসসি পাশকৃত মোছা.সিমা খাতুনের মধ্যে প্রায় ১ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি তাদের দুইজনের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে সোহেলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন প্রেমিকা। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই গত বুধবার থেকে প্রেমিকা প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করলে প্রেমিক সোহেল পালিয়ে যায়। ওই বাড়িতে তিনদিন অনশনের পর শুক্রবার রাতে সুজানগর থানায় প্রেমিক সোহেলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন প্রেমিকা সিমা খাতুন। সুজানগর থানার ওসি(তদন্ত) রাজেশ চক্রবর্তী, এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে ধরার চেষ্টা চলছে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।