March 18, 2025, 2:47 pm
কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে সুফলাকাটি ইউনিয়নে আড়–য়া গ্রামে আনোয়ার ফকির ওধিান বৈরাগী নামে দুই ব্যাক্তি সরকারী খাল দখল করে দীর্ঘদিন ধরে মাছের ঘের তৈরি করে মাছ চাষ করছিল। ১৭জুলাই উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেটের ক্ষমতাবলে আরিফুজ্জামান আড়–য়া গ্রামে আনোয়ার ফকির ওধিান বৈরাগী নামে দুই ব্যাক্তি সরকারী খাল দখল করার অপরাধে দুই জনকে ২০হাজার টাকা জরিমানা করেন।