December 3, 2024, 9:54 pm
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে দীর্ঘ প্রায় ১০ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মাইনুল ইসলাম স্বপনকে সভাপতি ও প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারকে সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, ১৫ জুলাই শুক্রবার সকালে তানোর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে গোল্লাপাড়া ফুটবল মাঠে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও প্রথম অধিবেশন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অনিল কুমার সরকার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সম্পাদক ডাবলু সরকার, বিএমডিএ”র চেয়ারম্যান বেগম আকতার জাহান ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ঠান্ডু, ডা, রোকেয়া ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরীফ খাঁন, জাকিরুল ইসলাম সান্টু, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, সম্পাদক আব্দুর রশিদ,তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও আবুল বাসার সুজন প্রমুখ। এছাড়াও কেন্দ্র, জেলা,উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন। এদিকে জেলার ভারপ্রাপ্ত সভাাপতি অনিল কুমার সরকারের সভাপতিত্বে
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি এএইচএম খায়রুজ্জামান লিটন সকলের মতামতের ভিত্তিতে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন।