February 15, 2025, 5:16 pm
লিটন মাহমুদ।
নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটে। এতে নারীকে শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে ঐ গ্রামের মামুন হাওলাদার ও আহমেদ হাওলাদার সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে অর্ধশতাধিক ককটেল এবং গুলি বর্ষণ করে।
এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে ঘন্টা ব্যাপী। সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। দুই গ্রুপই আওয়ামী লীগ সমর্থিত রাজনীতির সাথে জড়িত।
এলাকাবাসী জানায়, গেল দুই আগে গ্রামের নজরুল কে মারার বিষয় আজকের হামলার ঘটনা ঘটে। উভয় পক্ষের হামলায় ১৫/২০ ঘরবাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও লুটপাটের ঘটনা ঘটেছে।
আহমেদ হাওলাদার জানান, গতকাল রাত ২ টার দিকে গ্রীস প্রবাসী মিজান হাওলাদারের বাড়িতে মামুন হাওলাদারের লোকজন জসীমউদ্দিন, তপু, আলম, ইমরান সহ ১৫ থেকে ২০ একটি দল হামলায় চালায়। এ সময় মিজান হাওলাদারের স্ত্রী নুরজাহান বেগম (৪০) কে বেধড়ক মারধর করে।
আরও জানান, পরে তারা আলী আকবর হাওলাদার, মজিবুর হাওলাদার, জলিল দের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। আমাদের ৭/৮ জনকে আহত করেছে। এরা হলেন মিনার হোসেন মনির, সেখ সাদী, সাইফুল, নুরজাহান, পিয়ারা বেগম, সাহানাজ ও রোকসানা বেগম। এরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এ বিষয়ে মামুন হাওলাদার বলেন, দুইমাস আগে আমাদের দু’পক্ষের মিলমিশ হয়। ওরা ভোর রাতে হামলা চালায়। আমার বাড়িতে গুলি করেছে। আমাদের লোকজনকে ক্ষয়ক্ষতি করেছে।
এদিকে আহত মিনার হোসেন মনির (৫০) বলেন, মামুন হাওলাদারের লোকজন আসাদ (বোবা) কে গুলি করে আহত করেছে। আমাদের ফাঁসানোর জন্য।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক শৈবাল বাসক জানান সকাল সাড়ে ছয়টার দিকে দুইজন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাদের দুজনেই গুলিবিদ্ধ একজনের পায়ের গুলিতে মাংস উড়ে যায়। তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজের রেফার্ড করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, চরকেওয়ারের খাসকান্দি গ্রামে ভোর রাতে দুই পক্ষের হামলার ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।