December 26, 2024, 4:16 pm
জেলা সংবাদদাতা(যশোর):
যশোরের যুবদল নেতা বদিউজ্জামান ধনী হত্যা মামলায় আরো দুই আসামিকে আটক করেছে পুলিশ। এর আগে র্য াব আসামি আলামিনকে আটক করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় কোন্দল ও জামাই ইয়াসিন খুনের প্রতিশোধ নিতেই বিএনপি নেতা মানুয়ার নির্দেশে খুন করা হয় যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধোনিকে। এ ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত রায়হান সহ দুইজনকে আটক করেছে। একই সাথে হত্যায় ব্যবহৃত দুটি গাছি দা , একটি চাইনিজ কুড়াল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১৪ জুলাই) বেলা সাড়ে বারোটায় যশোর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান যশোরের এসপি পলয় কুমার জোয়ারদার।