December 7, 2024, 7:33 am
ময়মনসিংহে উপজেলা পদ্ধতির প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৩য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ মহানগর জাতীয় যুব সংহতির আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি হারুন অর রশিদ হাজী হারুন এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মিলাদ মাহফিলে উপস্থিত থেকে প্রয়াত এরশাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শরিফুল আলম তপন, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল কাইয়ুমসহ জাতীয় পার্টি, যুবসংহতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত দোয়া মাহফিলে এ প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।