April 29, 2025, 9:04 am
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল কড়ইতলা গ্রামে বিয়ে বাড়িতে বরের জুতা লুকানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দু’পক্ষের মারামারি বেঁধে গেলে বরের পিতা মো. রুহুল আমিন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার (১২ জুলাই) বিকালে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল কড়ইতলা গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ফুলবাড়ীয়া সদর ইউনিয়নের উত্তর আন্ধারিয়াপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে মারুফ হোসেনের বিয়ে ঠিক হয় একই উপজেলার কুশমাইল ইউনিয়নের কড়ইতলা গ্রামের শহিদের মেয়ের সাথে। বাড়িতে বরযাত্রীরা এসে খাওয়া দাওয়া শেষে বিয়ের পর কারা যেন বরের জুতা লুকিয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে বরের পিতা রুহুল আমিনের সাথে মেয়ে পক্ষের লোকজনের মারামারি হয়। এক পর্যায়ে বরের পিতা অজ্ঞান হয়ে পড়েন। পরে ফুলবাড়িয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।