June 3, 2023, 9:22 pm
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গড়ইখালী বাজার চাঁদনীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামিলীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগ সভাপতি রুহুল আমিন বিশ্বাস। ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক এস এম আয়ুব আলীর পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজী মিজান, আছাদুল সানা,মাইনুল সানা,কেসমত আলী গাইন, জিল্লি রহমান গাজী, আল আমিন ইসলাম, গাজী আশরাফুল ইসলাম রাবু, কামরুল ইসলাম গাইন ও অমরেন্দ্র নাথ মন্ডল।আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম নেতা/কর্মীদের কাছে সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডের লিফলেট তুলে দিয়ে তা প্রচার করার আহ্বান জানান।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।