November 11, 2024, 9:56 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের চেষ্টার অভিযোগে আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
থানাসুত্রে জানা যায়, গতকাল ১২ই জুলাই বিকেল ৫টায় বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী নিজ বাড়ির পাশে নানি ও ছোট ভাইয়ের সাথে বসে গল্প করছিল। একপর্যায়ে আসরের আযান দিলে নানি নামায পড়তে বাসায় যায়, সাথে ভুক্তভোগীর ছোট ভাইও চলে যায়। সে সুযোগে প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে প্রতিবেশি আবুল কাশেম (৬৫) বাড়ির পার্শ্বে খড়ের গাদার পিছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এসময় ওই প্রতিবন্ধীর চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত বৃদ্ধ কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে এবিষয়ে স্থানীয় ভাবে আপোষের চেষ্টা করে ব্যর্থ হয়ে ভুক্তভোগীর নানি পরদিন বুধবার থানায় অভিযোগ করেন। ওইদিন বিকেল ৫ টায় ক্ষেতলাল থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ফোঁপরা (সুজাপুর) গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠান।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রওশন ইয়াদানি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।