October 18, 2024, 5:01 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
উজিরপুরে মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসার উদ্যোগে সীরাতুন্নবী সাঃ প্রতিযোগিতা অনুষ্ঠিত সুজানগর পৌরসভার ১৩০ জেলে পরিবার পেলো খাদ্য সহায়তা ইলিশ ধরায় সুজানগরে ২ জেলের কারাদন্ড সোনার বাংলা গড়ার কথা বলে আ’লীগ বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে- জামায়াত আমীর ঝিনাইদহে স্কুলছাত্রকে ডেকে নিয়ে হ*ত্যার অভিযোগে আদালতে মামলা নড়াইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে করা মানহানি মামলা খারিজ ইউএনও’র ছোয়ায় বদলে যাচ্ছে ত্রিশাল,হাসি ফুটেছে মানুষের মুখে রাজশাহী-১ আসনে সকলের কাছে দোয়া প্রার্থী তারেক জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে সাবেক কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক গ্রেফতার হওয়ায় মধুপুর ও ধনবাড়িতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব তারাবাড়ীয়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব তারাবাড়ীয়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এম এ আলিম রিপন ঃ পাবনার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া গ্রাম থেকে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া এবং এ গ্রাম থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব তারাবাড়ীয়ার’ উদ্যোগে মঙ্গলবার স্থানীয় আবু বকর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সম্মেলন কক্ষে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। সিনিয়র সহকারী জজ,কুড়িগ্রাম ও পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব তারাবাড়ীয়ার উপদেষ্টা মো.রবিউল ইসলামের সভাপতিত্বে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাফর ইমাম অলিভের স ালনায় সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তারাবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান ও কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক,শিক্ষা ও আইসিটি) শারমিন আখতার(সিমা)। বিশেষ অতিথির বক্তব্য দেন চরতারাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান বন্দের, বিশিষ্ট সমাজ সেবক ও ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি সাইদুর রহমান বাদশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (অবসরপ্রাপ্ত) প্রধান হিসাবরক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রব জোর্য়াদ্দার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকার উপ বিভাগীয় প্রকৌশলী ও তারাবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান সাখাওয়াত হোসেন সজিব, মাদ্রাসার সিনিয়র প্রভাষক আব্দুর রাজ্জাক খান ও তারাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী সাইফুল্লাহ সিদ্দিকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী ইসহান আজাদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী সাজিদুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী জাকির হোসেন, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী জান্নাতুল নাইমা নিয়ন ও এস এম শিবলী প্রমুখ। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আব্দুল আলিম, রইজ উদ্দিন,আকবর আলী, আলাউদ্দিন,আনোয়ার হোসেন এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক,শিক্ষা ও আইসিটি) শারমিন আখতার(সিমা) বলেন, আলোকিত মানুষ হতে হলে মুখস্থ, মাদক ও মিথ্যাকে না বলতে হবে। পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তির শিক্ষা গ্রহণ এবং এর ইতিবাচক ব্যবহার করতে হবে। এই প্রজন্মকে জ্ঞান-গড়িমায় এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে,সময় এবং ¯্রােত কারো জন্য অপেক্ষা করে না। তাই জীবনের প্রতিটি মুহুর্তকে মূল্যায়ন করতে হবে। তবেই কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছানো সম্ভব । সভাপতির বক্তব্যে সিনিয়র সহকারী জজ,কুড়িগ্রাম ও পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব তারাবাড়ীয়ার উপদেষ্টা মো.রবিউল ইসলাম বলেন, জাতি হিসেবে কে কতটা উন্নত তার মাপকাঠি হলো শিক্ষা। শিক্ষা জাতির মেরুদন্ড গড়ে দেয়। আবার শিক্ষাহীন জাতি ক্রমশই বিলুপ্তির দিকে অগ্রসর হয়। সমাজকে আলোকিত করার জন্য এবং দেশকে উন্নত বিশ্বের সূচকে এগিয়ে নেবার জন্য মেধাবীদের অগ্রসর হওয়ার বিকল্প নেই। উল্লেখ্য ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব তারাবাড়ীয়া নামক এই সংগঠনটি ২০১৯ সাল থেকে স্থানীয় এলাকার দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করার পাশাপাশি অসহায় মানুষদের কল্যাণে কাজ করা সহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD