November 6, 2024, 6:50 pm
মোঃতরিকুল ইসলাম তরুন,
কুমিল্লা থেকে,
কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর জিএম উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ এসএসসি ব্যাচের ছাত্রশিক্ষক মিলন মেলা ২০২২
হৃদ্যতায় ২৫ তম আনন্দঘন পরিবেশে ১২ ই জুলাই কোরবানপুর জিএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জসিম উদ্দিনের পরিচালনায় প্রফেসর সৈয়দ ডাঃ একে আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঙ্গরাবাজার থানাধীন পূর্ব দৈইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী শুকলাল দেবনাথ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাবেক প্রধান শিক্ষক মোঃহাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম, মোঃইকবাল হোসেন,আবদুল কাইয়ুম,চেয়ারম্যান ময়নাল হোসেন,মোতাহের হোসেন,বাবু কেশব লাল,প্রার্থস্বারথী,মজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম জামসেদ, বীরমুক্তিযোদ্ধা আবদুল মালেক,বিএসসি আঃ সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচিতি তুলে ধরেছেন সবাই।পরে ভোজের মাধ্যমে শেষ হয়।