December 9, 2023, 9:00 am
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিকান্দু বর্মন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১০ জুলাই) রাতে জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া জামুরীবাড়ী গ্রামে তার নিজ শয়ন ঘরে এই দূর্ঘটনাটি ঘটে। জানা যায় নিহত নিকান্দু বর্মন একই এলাকার লক্ষিরামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির অন্যঘরে রাতের খাওয়া শেষে নিজ ঘরে যান নিকান্দু বর্মন। এসময় ঘরের বিদ্যুতিক বাতি জ্বালানোর জন্য ইলেক্ট্রিক বোডের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আটকে যান তিনি। একসময় পরিবারের সদস্যরা তাকে সুইচের সাথে আটকে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে পরিবারের পক্ষ থেকে জানা যায় নিকান্দু বর্মন হৃদ রোগে আক্রান্ত ছিলেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।