November 5, 2024, 3:04 am
মোংলা প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জের ধরে মোংলায় আ’ লীগ সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যার পরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের কাটাখালী চায়না বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর শুনে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সুন্দরবন ইউনিয়নের দিগরাজ বাজারের বাসিন্দা মো. মঈনউদ্দীন শেখ। তিনি বলেন, তার ছেলে নাইম শেখ (১৭) বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলে বাড়ি ফিরছিল। ফেরার পথে ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদারের অনুসারী স্থানীয় হারুনের ছেলে আলম হাওলাদার ও রকিবুল হাওলাদার এবং মোতালেবের ছেলে ফারুক ও আজবাহার শেখ দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে। খবর পেয়ে সেখানে লোকজন জড়ো হলে সংঘর্ষে জড়িয়ে পড়ে অন্য গ্রুপ। এতে লুৎফর শেখ (৫৫), নাইম শেখ (১৭), আজিজুল হাওলাদার (৪৭), আলম হাওলাদার (৩৫) ও রকিবুল হাওলাদার (২৭) আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে জানতে চাইলে সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান ইকরাম ইজারদার বলেন, ‘দিগরাজ বাজারের মঈনউদ্দীন শেখ উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছেন।’