June 1, 2023, 11:00 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়;
চরম বিপাকে স্থানীয় সহ পর্যটক ও চিকিৎসার দুর্ভাগ্য মানুষের।। ভারত থেকে আসা গেলেও,থাকছে না বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ।।
দেশের বিভিন্ন স্থলবন্দরের তুলনায় বাংলাবান্ধা থেকে ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম, গ্যাংটক, নেপাল ও ভুটান কাছাকাছি হওয়ায় ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয় ও সুবিধাজনক রুট হচ্ছে, এবং চিকিৎসার জন্য বাকডোকরা এয়ার পোর্ট,এন,জে,পি রেল ষ্টেশন দিয়ে সর্ব ভারতীয় জায়গায় সহজ যাতাযাত, বাংলাবান্ধা- ফুলবাড়ি ইমিগ্রেশন।।
স্থানীয় অনেকের ছেলেমেয়েরাও পড়াশুনা করছে, দার্জিলিং সহ ভারতের বিভিন্ন প্রান্তে।।
বুড়িমারী, হিলি, বেনাপোল সীমান্ত দিয়ে ঘুরে যেতে আর্থিক ক্ষতি সহ নানান ঝামেলা পোহাতে হচ্ছে।।
দ্রুত ব্যবস্তা নেবে, সংশ্লিষ্ট কতৃপক্ষ।।
এই প্রত্যাশা পঞ্চগড় বাসির।
গত কয়েকদিনে ফেসবুক জুরে চলছে প্রতিবাদের ঝড়।