September 14, 2024, 11:12 pm
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুজানগর পৌরসভার হতদরিদ্র ও অতিদরিদ্র মানুষদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সুজানগর পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় উদ্বোধনী অনুষ্ঠানে পৌর কাউন্সিলর জাকির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহিম, হেলাল উদ্দিন, মুশফিকুর রহমান সাচ্চু,পাশু সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , সুজানগর পৌরসভার ৪৬২১ জন হতদরিদ্র ও অতিদরিদ্রদের মাঝে ভিজিএফের এ চাল বিতরণ করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।