March 17, 2025, 8:42 am
ষ্টাফ রিপোর্টারঃ
ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে হাতেখড়ি জেসমিন আক্তার মিনু প্রায় ২০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে আছেন। দলের দুঃসময়ে রাজপথে তার ভূমিকা ছিলো চোখে পড়ার মত। আওয়ামী লীগের দুর্দিনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে দলীয় নির্দেশে প্রতিটি আন্দোলন সংগ্রামে জীবন বাজী রেখে ঝাপিয়ে পড়েছিলেন ময়মনসিংহের আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্র নেত্রী জেসমিন আক্তার মিনু।
আপদমস্তক রাজনৈতিক জেসমিন আক্তার মিনু
আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজ ছাত্রলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক। ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সদ্য অনুষ্ঠিত সম্মেলনে তাকে সাংগঠনিক সম্পাদক পদে মুল্যায়ন করা হয়।
এমন একজন মাঠের রাজনীতিককে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সদ্য অনুষ্ঠিত সম্মেলনে তাকে সাংগঠনিক সম্পাদক পদে
ঘোষণা করায় উৎফুল্ল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ছাত্র রাজনীতি থেকেই তিনি সর্বদা তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশে আছেন। সবার সাথে তিনি হাসিমুখে কথা বলেন। তার কাছে এসে নেতাকর্মীরা সব সময় সাহস ও উদ্দীপনা পান। এমন একজন রাজনীতিককে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে পাওয়ায় নেতাকর্মীরা বেশ খুশি।
ময়মনসিংহের দলীয় কয়েকজন মহিলা নেতৃবৃন্দ বলেন, জেসমিন আক্তার মিনু সবার প্রিয় মানুষ। তিনি সবার সাথে সুন্দর ব্যবহার করেন। দলমত নির্বিশেষে সবাই তাকে পছন্দ করেন। দলের জন্য তার অনেক অবদান রয়েছে। আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বানিয়ে পুরস্কৃত করেছেন। আমরা সবাই তার সাথে থেকে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে এক্যবদ্ধভাবে প্রস্তুতি নিচ্ছি। দলের জন্য তার অনেক ত্যাগ রয়েছে। তিনি রাজপথের যোদ্ধা। দল তাকে মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত করে মূল্যায়ন করেছে।
জেসমিন আক্তার মিনু একজন সাহসী নারী।যিনি আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করার মাধ্যমে সমাজের ব্যধি মাদক,যৌতুক,নারী নির্যাতন,বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন ভাবে নারীদের ভাগ্যোন্নয়নের কথা বলে নারীদের অধিকার বাস্তবায়নে কথা বলেন।যে কারণে তিনি ময়মনসিংহের একজন জনবান্ধব রাজনীতিবিদ ও নারী নেত্রী হিসাবে সকলের কাছে পরিচিত।
জেসমিন আক্তার মিন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে পারিবারিক সহযোগিতায় আমি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হই। ওই সময় ময়মনসিংহের আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজে লেখাপড়া করি। দায়িত্ব পাই কলেজ ছাত্রলীগের মহিলা সম্পাদকের। পরবর্তীতে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে সাথে নিয়ে সাংগঠনিক কার্যক্রম কে আরো তরান্বিত করতে করে যাবো ইনশাআল্লাহ।