November 12, 2024, 9:46 am
নিজস্ব প্রতিবেদকঃ
সারা দেশ ও প্রবাসের সাংবাদিক সহ সকলের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন,ও শান্তি কামনা করে জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো ও অপরাধ বিচিত্রার প্রতিনিধি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি এম এস এফ নিবন্ধন নং -০৬/২০২২ এর কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক ও চট্টগ্রাম রিপোর্টার্সইউনিটি
(সিআরইউ-রেজিঃ১৩২৫২) এর মেম্বার মোঃ শহিদুল ইসলাম এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনার মধ্যে ধর্মপ্রাণ মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। পবিত্র ঈদুল আযহায় মহান আল্লাহর উদ্দেশে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা মুসলমানদের প্রাচীন ঐতিহ্য। পবিত্র ঈদুল আযহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা। পশু কোরবানি করা হয় প্রতীকী অর্থে। আসলে কোরবানি দিতে হয় মানুষের সব রিপুকে: কাম, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা। সৎ পন্থায় উপার্জিত অর্থের বিনিময়ে কেনা পশু কোরবানির মাধ্যমেই তা সম্পন্ন হয় কিন্তু পরজীবীর এক অণুজীব করোনা মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে৷ করোনা আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। সকলকে মহামারি প্রাণঘাতী করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে, নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বনের প্রতি লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বাগেরহাট পৌরবাসী সহ সারা জেলার সাংবাদিক ভাই বোন দেশ ও প্রবাসের মুসলমানদের জানান আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা এবং সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন, তিনি সকলের মঙ্গল কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।