February 15, 2025, 4:07 pm
স্বরূপকাঠি উপজেলা সংবাদদাতা //
স্বরূপকাঠিতে যুব মহিলালীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন মহিলা যুবলীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো স্বরূপকাঠিতে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ১১টায় স্বরূপকাঠি পৌরসভার হল রুমে স্বরূপকাঠি উপজেলা মহিলা যুবলীগের সভাপতি নার্গিস জাহানের সভাপতিত্বে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির, স্বরূপকাঠি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কৃষক লীগের জেলা সহ-সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক, কাউন্সিলর নুরুল হক এবং যুব মহিলালীলের যুগ্ন আহবায়ক পলিদত্তের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,বিউটি মিত্র,শিবানী, নুপুর, প্রমুখ। এর পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও এক মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা।