December 14, 2024, 8:10 am
রিপোর্ট!! সুমন তালুকদার গৌরনদী।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় যাত্রীবাহি দুই পরিবহনের মূখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩২ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, বুধবার দুপুর বারটার দিকে মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় আল মোবারাকা ও বরিশাল এক্সপ্রেস নামের দুই যাত্রিবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ৩২ জনকে আহতবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, দূর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গৌরনদী হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।