November 6, 2024, 5:01 pm
মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন রামদেব এলাকা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও প্রাইভেটকার সহ এক জনকে গ্রেফতার করেন।
লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক জনাব মোঃ মুসা মিয়া, এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম খলিল, এএসআই /মোঃ মোফাজ্জল হোসেন, এএসআই/মোঃ আমিনুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাটের আদিতমারী থানাধীন রামদেব মৌজাস্থ আদর্শ হাজী জামে মসজিদ এর ১০ গজ দক্ষিণে লালমনিরহাট হইতে পাটগ্রাম গামী পাকা রাস্তার উপর হইতে শ্রী অশ্বনী চন্দ্র (২৭),এর চালিত সাদা রংয়ের TOYOTA প্রাইভেট কার এর ভিতর হইতে ০২ পোটলা মাদকদ্রব্য গাঁজা যাহার প্রতিটি পোটলা ৪ কেজি ৬০০ গ্রাম করিয়া দুই পোটলায় মোট ৯( নয়) কেজি ২০০ ( দুইশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও মাদকদ্রব্য গাঁজা বহনকারী প্রাইভেট কারসহ আসামীকে হাতেনাতে গ্রেফতার করেন লালমনিরহাট ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয়।
লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীন রামদেব মৌজাস্থ আদর্শ হাজী জামে মসজিদের ১০গজ দক্ষিণ পাশে হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৯কেজি গাঁজা ও মাদকদ্রব্য গাঁজা বহনকারী প্রাইভেট কারসহ এক জনকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
হাসমত উল্ল্যাহ।।