June 7, 2023, 9:07 am
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে ২০২১-২০২২ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল ও বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ,অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা প্রতিষ্ঠানে বে বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন। এসময় উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কাজমীর জামান খান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ আব্দুল লতিফ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী,এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল ও বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করেন অতিথিরা।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।