November 11, 2024, 9:19 pm
মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার দিঘীড়পাড় বাস ষ্ট্যান্ডে গত ২৬শে জুন (রবি বার ) দুপুর ১:২০ মিনিটে দিঘীড়পাড় সংলগ্ন মেসার্স বেপারী ষ্টোর নামক বিকাশ ,ফ্লেকি্্র দোকান থেকে ২ লক্ষ ১৮ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়েছে চোর চক্র। ঘটনাটি ওই দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে
রবিবার (২৬ শে জুন ) রাত ১১টায় এ তথ্য জানান ভুক্তভোগী বিকাশের দোকানদার মালিক মোঃআক্তারউজ্জান এ ঘটনায় তিনি টঙ্গীবাড়ী থানা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
দোকানে থাকা সিসিটিভির ফুটেজে দেখা যায়, বিকাশের দোকানে এক জন ম্যাক পরে দোকানদার প্রবেশ করে,দোকানের মালিক মোঃআক্তারউজ্জান যোহরে র নামাজ পড়ার জন্য পাশে মসজিদে যান সুযোগে ওই চোর চক্রের একজন ক্যাশে রাখা ২ লাখ ১৮হাজার ৫০০টাকা নিয়ে চলে যায়।
ভুক্তভোগী দোকান মালিক মোঃআক্তারউজ্জান
জানান, আমি শেষ হয়ে গিয়েছি। আমার দোকানের মূলধন চুরি হয়ে গেছে। আমি কিভাবে ব্যবসা করবো। আমার একটাই দাবি সিসিটিভির ফুটেজ দেখে তাদের ধরে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
এ বিষয়ে দিঘীড়পাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হালদার বলেন, আমি ঘটনা জানার পর আমি আক্তার বেপারী দোকানে ছুটে যাই । এবং পুলিশ কে খবর দেই পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। সিসিটিভির ফুটেজ দেখে চোরদের ধরার দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে দিঘিড়পাড়পুলিশ ফাড়ি ইনচার্জ মোঃশাহআলম বলেন, চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকানে থাকা সিসি টিভির ফুটেজ পেয়েছি । চোরদের আটকের প্রক্রিয়া চলছে।