December 14, 2024, 7:06 am
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
০২/০৭/২০২২ খ্রিঃ তারিখ বিকাল ০৬ঃ৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা,পঞ্চগড়ের এসআই / মোঃ মিজানুর রহমান, এর নেতৃত্বে পঞ্চগড় সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে পঞ্চগড় সদর থানাধীন ০২নং হাফিজাবাদ ইউনিয়নস্থ পানিমাছ পুকুরি গ্রাম হতে ধৃত আসামী ১| মোঃ বেদুল ইসলাম বাবলা(৩৫), পিতাঃ মৃতঃ তছির উদ্দিন সাং- পানিমাছ পুকুরি ২| মোঃ বাবুল হোসেন @ বাবলু (২২), পিতাঃ মোঃ মফিজল হক, সাং- মালিপাড়া, উভয় থানা ও জেলা-পঞ্চগড়দ্বয়ের এর নিজ হেফাজত হইতে ২৯০(পিচ) নেশা জাতীয় মাদকদ্রব্য Tapentadol ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।