July 4, 2025, 12:13 am
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি-নার্সিং সেবার ভিত্তি’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফবৃন্দের আয়োজনে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে হাসপাতালের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: গোলাম রসুল রাখি, আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহরিয়ার পারভেজ সজল, নার্সিং সুপারভাইজার মোর্শেদা খাতুন, সিনিয়র স্টাফ নার্স নুরজাহান বেগম প্রমুখ। এ সময় হাসপাতালে কর্মরত চিকিৎসক, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ নার্স ও মিডওয়াইফবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আন্তর্জাতিক নার্স দিবস সমগ্র বিশ্বে প্রতি বছর ১২ মে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মার্গদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে, যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয় সেবা। এর আগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাবো পুষ্টিগুনে’ এই স্লোগানকে সামনে রেখে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ শুভ উদ্বোধন করা হয়েছে।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।