মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:১২ অপরাহ্ন
মো: আনিসুর রহমান আগুন,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এই প্রথম ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়ে) এর আওতাজ সিবিজি’র খাঁচায় মাছ চাষের উদ্বোধন করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদের পিছনে গোয়ালেরঘাট ধান ছড়ার বিলে মুক্ত জলাশয়ে ১০টি খাঁচায় ৬ হাজার মনোসেক্স তেলাপোয়া মাছের চাষের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া। এ সময় উপসি’ত ছিলেন-ওসি এসএম আব্দুস সোবহান, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান সরকার, মাধ্যমিক শিড়্গা অফিসার- এইচএম মাহবুবুল ইসলাম, মৎস্য অফিসার- ফজল ইবনে কাওছার আলী, সহকারি মৎস্য অফিসার মজিবর রহমান, ড়্গেত্র সহকারি- রওশন জাদিত, কমলেশ চন্দ্র, সাংবাদিক আনিসুর রহমান আগুন প্রমূখ। আজ শানিত্মরাম ইউনিয়নের ধর মানষের ছড়া বিলে ১০টি খাঁচায় ৬ হাজার মাছ ছাড়া হবে। নতুন এই পদ্ধতিতে মাছ চাষ করা হলে মৎস্য চাষে এক ধাপ এগিয়ে যাবে সুন্দরগঞ্জ উপজেলা। এ আগে মৎস্য চাষিদের খাঁচায় মাছ চাষের প্রশিড়্গণ দেয়া হয়। এছাড়া খাঁচা তৈরির ব্যয়ভার বহন করেন মৎস্য অধিদপ্তর।