Blog

  • ঘাটাইলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

    ঘাটাইলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

    ঘাটাইল প্রতিনিধি রায়হান মিয়া

    টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

    ১৭ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ঘাটাইল উওরপাড়া আয়োজিত এই ফুটবল  টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য এ্যাড. এস.এম ওবায়দুল হক নাসির।

    এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন,পৌর বিএনপি সভাপতি আব্দুল বাছেদ করিম,পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন হেলাল, টুর্নামেন্ট খেলার আহ্বায়ক পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, পৌর যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম হাজী, পৌর ৯নং ওয়াড জিয়া মঞ্চ সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদসহ আরো অনেকে।

    উদ্বোধনী ম্যাচে গোপালপুর একাদশ বনাম সিরাজগঞ্জ একাদশ অংশগ্রহণ করেন। খেলায় বিভিন্ন উপজেলার ১৬ টি দল অংশ নিবে।

  • তরুন প্রজন্মকে লেখাপড়ার দিকে বেশি গুরুত্ব দিতে হবে-  মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    তরুন প্রজন্মকে লেখাপড়ার দিকে বেশি গুরুত্ব দিতে হবে- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    লিটন মাহমুদ,
    মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুন প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সাথে সম্পৃক্ত এবং অনেক বেশি তারা জানে। কিন্তু এই জানাটার কখনো শেষ নাই। এ কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

    তিনি শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

    এ সময় তিনি ঢাকা কলেজের স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, আমি ঢাকা কলেজে প্রাগৈতিহাসিক যুগে লেখাপড়া করেছি। ১৯৬৩-৬৫ ব্যাচের পড়াশোনাকালিন ঢাকা কলেজের অনেক বন্ধুদের আজকে এখানে পেয়েছি। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। চিন্তা,ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশনে বিরাট পার্থক্য।

    তিনি বলেন ঢাকা কলেজের ছাত্র হিসেবে আমি গর্বিত। সেই কলেজ থেকে অনেক কিছু শিখেছি,দেখেছি। ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে ছাত্র জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিলো বলে জানান তিনি।

    অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি রিইউনিয়ন পরিচালনা কমিটির আহবায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান এইচ মনসুর।

  • সুজানগরে তারুণ্যের মেলা

    সুজানগরে তারুণ্যের মেলা

    এম এ আলিম রিপন ঃ এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই শ্লোগানে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সুজানগরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী তারুণ্যের মেলা। মেলায় তরুণদের অংশগ্রহণে উঠে এসেছে নাগরিক ইস্যু নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সমাধান নিয়ে নানা প্রস্তাব। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার এই মেলার আয়োজন করে। এদিন সকালে মেলার উদ্বোধন করেন ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় এসিল্যান্ড মেহেদী হাসান,থানার ওসি গোলাম মোস্তফা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শুকুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, একাডেমিক সুপারভাইজার মনেয়ার হোসেন,অধ্যক্ষ নাদের হোসেন, ছাত্র প্রতিনিধি দীপ মাহবুব,শেখ রাফি, মানিকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালার  মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু করা হয়।পরে ফ্রন্টিয়ার টেকনোলজি ও বেস্ট্র ক্যান্সার প্রতিরোধে সচেতনতা শীর্ষক কর্মশালা, যুব সমাবেশ,উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের শতাধিক তরুণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এ মেলায় অংশগ্রহণ করে। মেলায় তরুণরা কর্মসংস্থান, নিরাপত্তা,স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে গুরুত্ব দিয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তাদের চাওয়া আরও বেশি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা, সরকারি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে সেবার মান বাড়ানো এবং পৌর শহরের যানজট ও রাস্তাঘাটে চলাচলে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

  • জুলাই গণঅভ্যুথানে জনরোষে নিহত আ’লীগ নেতা হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর কবর থেকে উত্তোলন

    জুলাই গণঅভ্যুথানে জনরোষে নিহত আ’লীগ নেতা হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর কবর থেকে উত্তোলন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    জুলাই গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ঝিনাইদহে জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের জেরে গণপিটুনী ও অগ্নিকান্ডে নিহত আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম হিরণ ও তার গাড়ি চালক আক্তার হোসেনের লাশ উত্তোলন করা হয়। আদালতের আদেশে আজ বৃহস্পতিবার হিরনের গ্রামের সদর উপজেলার বাড়ি আড়–য়াকান্দি ও আক্তারের গ্রামের বাড়ি ভুপতিপুরের পারিবারিক কবরস্থান থেকে তাদের লাশ ময়না তদেন্তর জন্য উত্তোলন করা হয়। গত বছরের ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জনতা তার বাড়ি ঘেরাও করলে শহিদুল ইসলাম হিরণ জনতার উপর নির্বিচারে গুলিবর্ষন করেন। এতে অন্তত ২৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে শহিদুল ইসলাম হিরণের ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ার বাসা ঘেরাও করে আগুন ধরিয়ে দেয়। এতে হিরন ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। প্রচন্ড জনরোষে তার গাড়ি চালক আক্তারকেও কুপিয়ে হত্যা করে জনতা। হিরণকে হত্যার পর ৫ আগষ্ট সন্ধ্যার দিকে তার লাশ ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জুলিয়ে রাখা হয়। এই ভিডিও বিশ^ব্যাপী ভাইরাল হয়। ফলে চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শহিদুল ইসলাম হিরণের ভাতিজা জিয়াউল আলম গত বছরের ২০ নভেম্বর ও ড্রাইভার আক্তার হোসেনের ভাই মুক্তার হোসেন ১৭ নভেম্বর বাদী হয়ে পৃথক দুইটি মামলা করেন। মামলায় অজ্ঞাত ২’শ থেকে ৩’শ জনকে আসামী করা হয়। অভিযোগটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ রুমনা আফরোজ ঝিনাইদহ সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণের জন্য আদেশ দেন। ঝিনাইদহ সদর থানা আদালতের নির্দেশ পেয়ে ডাবল হত্যা মামলা রেকর্ড করে, যার মামলা নং ৩৭। মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালতের নির্দেশে পুলিশ বৃহস্পতিবার লাশ উত্তোলন করে। এ সময় নিদের্শে নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিনসহ ডাক্তার, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। শহিদুল ইসলাম হিরণের ভাতিজা ও মামলার বাদী জিয়াউল আলম বলেন, আদালতে অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা রুজু হয়েছে। আমরা এই হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি করছি। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত গাড়িচালক আক্তারের ভাই মুক্তার হোসেন ও হিরণের ভাতিজা জিয়াউল আলম বাদি হয়ে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশনায় বৃহস্পতিবার দু’জনার লাশ উত্তোলন করা হয়। তিনি বলেন, এই মামলায় অজ্ঞাত ২/৩শ’ জনকে আসামি করা হয়েছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • বর্ধিত ভ্যাট ও সম্পুরক শুল্ক প্রত্যাহারেরদাবিতে ঝিনাইদহে মানববন্ধন

    বর্ধিত ভ্যাট ও সম্পুরক শুল্ক প্রত্যাহারেরদাবিতে ঝিনাইদহে মানববন্ধন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ হোটেল রেস্তোঁর মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখা এই মানববন্ধন কর্মসুচি আয়োজন করে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধনে ঝিনাইদহ জেলার আড়াই’শ হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান ও ফাস্টফুডের দোকানের মালিক ও কর্মচারীরা অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আবিদুর রহমান লালু, সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সৈয়দ আলী, এ কে আজাদ, সুব্রত ঘোষ, নাসির উদ্দীন, মেহেদী হাসান ও নিতাই ঘোষ প্রমুখ। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে মানুষের আয় রোজগার কমে গিয়েছে। ফলে হোটেল রেস্তোরাঁ ব্যবসাও আগের মতো নেই। তার উপর নতুন প্রস্তাবিত বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% সম্পূরক শুল্ক ব্যবসায়ীদের জন্য চাপ সৃষ্টি করবে। ব্যবসায়ীরা হুশিয়ার উচ্চারণ করে বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে তারা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • রাজশাহীতে জামায়াতের আমীরের আগমন উপলক্ষ্যে বানেশ্বরে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

    রাজশাহীতে জামায়াতের আমীরের আগমন উপলক্ষ্যে বানেশ্বরে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

    পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ
    আগামী ১৮ই জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর আগমন ও রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বানেশ্বর ইউনিয়ন শাখার আয়োজনে বৃহস্প্রতিবার (১৬/০১/২০২৫ খ্রিঃ) ৪.৩০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কে এক বর্ণাঢ্য র‌্যালি ও বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখা যুগ্ন কর্ম পরিষদ সদস্য, মোঃ তাহের হুদা, ছাত্রশিবিরের পূর্বজেলা শাখার সভাপতি রুবেল, বেলপুকুর ইউপি জামায়াতের সেক্রেটারী নূরমোহাম্মদ, জামায়াতের বানেশ্বর ইউপি নায়েবে আমির আরিফুল হক, মোঃ কায়েস উদ্দিন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বানেশ্বর ইউনিয়ন শাখা, মোঃ আবুল কালাম আজাদ কর্ম পরিষদ ও সূরা সদস্য জামায়াতে ইসলামী বানেশ্বর ইউনিয়ন শাখা প্রমূখ। এয়াড়াও উক্ত অনুষ্ঠানে বানেশ্বর ইউনিয়ন জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া,রাজশাহী।

  • ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত

    ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সদরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় “গ্রামীণ রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ নির্মাণ প্রকল্পের আওতায় প্রাপ্ত দরপত্রসমূহ হতে দরদাতা নির্বাচনের লক্ষেংবার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে “গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় গৃহীত রাস্তা সমূহের উন্মুক্ত লটারি সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে ৮৪ লক্ষ টাকা ব্যায়ে ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের বাল্লাপাড়া পাকার মাথা হতে মুসুরবাড়ী রাস্তায় এইচবিবি করণ প্রকল্পের কাজের বিপরীতে ৩শত দরপত্রদাতারা সিডিউল ক্রয় করলে এতে বৈধ ২৯৮ জনের মাঝে লটারি অনুষ্ঠিত হয়।এতে মানহা মানসুরা এন্টারপ্রাইজ তারাকান্দা প্রথম স্থান ও ময়মনসিংহ সদরের মেসার্স খন্দকার ট্রেডার্স দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হন।

    বৃহস্পতিবার (১৬ জানুয়ার ) সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ঠিকাদারদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক , উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পঞ্চগড়ে শহীদ সাগরের নামে সড়কের নামকরণ

    পঞ্চগড়ে শহীদ সাগরের নামে সড়কের নামকরণ

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাগর ইসলামের নামে পঞ্চগড় সদরের একটি রাস্তার নামকরণ করা হয়েছে। উপজেলার চাকলাহাট ইউনিয়নের সাতমাইল থেকে ধামেরঘাট পর্যন্ত সড়কের নতুন নাম দেওয়া হয়েছে শহীদ সাগর স্মরণীয় রোড।

    বৃহস্পতিবার বিকেলে সাতমাইল মোড়ে নাম ফলকের উন্মোচন করেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেন।

    পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগর ইসলামসহ সারা দেশের সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু দাউদ প্রধান, চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, শহীদ সাগরের বাবা রবিউল ইসলাম, মা সকিনা খাতুনসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মেরুল বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন সাগর ইসলাম।

  • এনসিটিবি ঘেরাওয়ে কর্মসূচিতে  আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার  প্রতিবাদে থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    এনসিটিবি ঘেরাওয়ে কর্মসূচিতে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার  প্রতিবাদে থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

    ২০২৫ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকে “আদিবাসী” শব্দ সংবলিত গ্রাফিতির ব্যবহারে দাবীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাওয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার এবং যথাযথ বিচারের দাবিতে বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বিকাল ২ :০০ঘটিকায় সময়ে  সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার আয়োজনে, পাঠ্যপুস্তকে “আদিবাসী” শব্দ সংবলিত গ্রাফিতির ব্যবহারে দাবীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাওয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার এবং যথাযথ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। মুক্ত মঞ্চ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদর বাজার প্রদক্ষিন শেষে সাঙ্গু ব্রিজ ত্রিমুখী রাস্তা প্রাঙ্গণে, থানচি উপজেলা ম্রো এসোসিয়েশন সভাপতি কানাই ম্রো সঞ্চালনায়, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল থানচি উপজেলা শাখার সভাপতি ক্যহাইসিং মারমা সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

    প্রতিবাদ সমাবেশে সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার পক্ষে বক্তব্য রাখেন, আদিবাসী ছাত্র ও যুব সমাজ সমন্বয়ক মংমে মারমা, সাধারণ শিক্ষার্থী উক্যবু মারমা, থানচি খুমি ছাত্র এসোসিয়েশন সাধারণ সম্পাদক থংলে খুমি, থানচি ত্রিপুরা স্টুডেন্ট কাউন্সিল সভাপতি আসাবান ত্রিপুরা, ইউরোপিয়ান ইউনিভার্সিটি সাধারণ শিক্ষার্থী পায়া ম্রো, জয় মারমা, প্রদীপ ত্রিপুরা ও থানচি আদিবাসী ছাত্র ও যুব সমাজ সমন্বয়ক সিংয়াইমং মারমা প্রমুখ। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, যুব সমাজের নেতৃবৃন্দ ও এলাকার  বিভিন্ন পাড়া থেকে আগত জনসাধারণের উপস্থিত ছিলেন।

    এসময় বক্তব্য  রাখেন , পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতির মুছে ফেলা হয়েছে, পুনরায় গ্রাফিতিটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দাবী জানাচ্ছি। একই সাথে ঢাকায় এনসিটিবি ভবন ঘেরাওয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্ট ফর সভরেন্টি নামক উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীর চড়াও হয়ে হামলা চালালে প্রতিবাদকারী বেশকয়েকজন আহত হয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং যথাযথ বিচারের  ফাঁসি দাবি জানাচ্ছি। অন্যথায় পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার প্রতিনিধিদের।

  • লক্ষ্মীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘ-র্ষে সাবেক শিবির নেতা নিহ-ত

    লক্ষ্মীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘ-র্ষে সাবেক শিবির নেতা নিহ-ত

    নাজিম উদ্দিন রানা:
    লক্ষ্মীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ফয়সাল ফরাজী (৩০) নামে এক সাবেক শিবির নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার সন্ধ্যা লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার বেড়ী এলাকায় এদুর্ঘটনা ঘটে।

    নিহত ফয়সাল ফরাজী সদর উপজেলার বাংগা খাঁ ইউনিয়নের সাবেক শিবিরের
    সভাপতি দায়িত্বে ছিলেন সেই ওই এলাকার আবদুল্লাহ মিয়ার ছেলে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ফয়সাল ফরাজী বেসরকারি এনজিও ব্র্যাক কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন। জানা যায় অফিস শেষ করে বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের বাড়ির উদ্দেশে মোটরসাইকেলযোগে বের হন। মোটরসাইকেলটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ারবেড়ী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ফয়সাল।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।