August 8, 2025, 6:33 pm
ঘাটাইল প্রতিনিধি রায়হান মিয়া
টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ঘাটাইল উওরপাড়া আয়োজিত এই ফুটবল টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য এ্যাড. এস.এম ওবায়দুল হক নাসির।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন,পৌর বিএনপি সভাপতি আব্দুল বাছেদ করিম,পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন হেলাল, টুর্নামেন্ট খেলার আহ্বায়ক পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, পৌর যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম হাজী, পৌর ৯নং ওয়াড জিয়া মঞ্চ সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদসহ আরো অনেকে।
উদ্বোধনী ম্যাচে গোপালপুর একাদশ বনাম সিরাজগঞ্জ একাদশ অংশগ্রহণ করেন। খেলায় বিভিন্ন উপজেলার ১৬ টি দল অংশ নিবে।