Blog

  • ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লা-শ উদ্ধার

    ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লা-শ উদ্ধার

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর সেপটিক ট্যাংক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে সোহেল হোসেনের বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।মৃত রুবেল হোসেন (৩০) সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের পিন্টু মিয়ার বড় ছেলে।নিহতের চাচা মো. জুয়েল হোসেন বলেন, গত শনিবার (১১ জানুয়ারি) বাড়ির পাশের দোকান থেকে রাত ৯টার সময় বাড়ি ফিরছিল। তার বন্ধুরা সবাই বাড়ি চলে গেলেও সে বাড়িতে আসে না। তার পর থেকেই নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় জিডিসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। আজ সকালে সোহেলের বাড়ির কাজ করছিল মিস্ত্রীরা। এসময় ওই বাড়ির পেছনে সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে টের পায় নির্মাণ শ্রমিকেরা। পরে ঢাকনা খুলে রুবেলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। চাচা আলমগীর হোসেন জানান, গ্রামের মধ্যে রুবেলের মতো এমন ভালো ছেলে হয় না। আমরা বিশ্বাস করতে পারছি না রুবেলের কেউ শত্রু আছে। তাকে কেউ এভাবে খুন করতে পারে। তাকে যেই খুন করুক খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, আমরা সংবাদ পাওয়া পর ঘটনাস্থলে আসি। এখানে এসে দেখতে পায় নির্মাণাধীন একটি ভবনের পাশে সেপটিক ট্যাংকের ভেতরে একটা লাশ উপুড় করে রাখা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে ,ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েংছে। ময়নাতদন্তশেষে তদন্ত শেষে হত্যার আসল রহস্য জানা যাবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • বরিশালে চাঞ্চল্যকর শিশু হত্যার ঘটনায় দুই পরিবারের বসত বাড়িতে আগুন

    বরিশালে চাঞ্চল্যকর শিশু হত্যার ঘটনায় দুই পরিবারের বসত বাড়িতে আগুন

    কে এম সোহেব জুয়েল বরিশাল প্রতিনিধি ঃ ঢাকা থেকে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ গ্রামের দাদা বাড়িতে বেড়াতে এসে মোঃ ইমরান শিকদারের পুত্র ছাফোয়ান শিকদার- ৬ কে মৃত বরন করত হল।

    বুধবার ১৫ জানুয়ারি দুপুরে জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে ইমরানের পুত্র সাফোয়ানকে ধরে নিয়ে আটকে রাখে একই গ্রামের প্রতিবেশি লোকমানের পুত্র নোমান সাফোয়ানকে হত্যা করে লাশ বাড়ির পাশের এক জমিতে ফেলে রাখে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে স্হানীয়রা সাফোয়ানের লাশ দেখতে পেয়ে গৌরনদী থানায় খবর দিলে থানা পুলিশ এসে সাফোয়ানের লাশ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করেন।

    এবং ওই দিনই শাফোয়ান হত্যায় জড়িত লোকমানের পুত্র নোমান ২৪ ও একই গ্রামের ইউপি সদস্য মোজাম্মেল হক ৪৮ কে র্্যাব পুলিশ ও সেনাবাহিনীর যৈথ অভিযান চালিয়ে আটক করে বরিশাল জেল হাজতে পাঠিয়েছেন।

    সাফোয়ানের পোষ্টমার্টাম শেষে ১৭ জানুয়ারি শুক্রবার শাফোয়ানের লাশ তার গ্রামের বাড়ি নিয়ে আসলে স্হানীয়রা বাদ আসর জানাজার নামাজ শেষে নিজ পারিবারিক কবর স্হানে শিশু সাফোয়ানের দাফনের কাজ শেষ করেই উত্তেজিত জনতা ক্ষোভের বহিঃপ্রকাশে শাফোয়ান হত্যাকারি খুনি নোমান ও ইউপি সদস্য মোজাম্মেল হকের বসত বাড়ি ভাংচুর ও আগুন দিয়ে পুরিয়ে জ্বালিয়ে দেয়।

    এ খবরে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিভানোর কাজে সহয়তা করেন। আগ্নি সংযোগের খবরে গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ খান সহ সেনাবাহিনী পুলিশ ও প্রশাসনের বিভিন্ন মহলের কর্মকর্তারা ঘটনা স্হানে ছুটে এসে অগ্নি নিভৃত করন সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেন।

    এ ঘটনায় ওই এলাকায় স্হানীয়দের মাঝে শিশু শাফোয়ান হত্যার ক্ষোভের বহিঃপ্রকাশে থমথমে অবস্থা বিরাজ করার ঘটনা লক্ষ্য করা গেছে। অপর দিকে এই অপরাধের ঘটনায় বাকি আসামীদের অতি দ্রুত গ্রেফতার পূর্বক প্রশাসনের সর্ব মহলে দুষ্টান্ত মুলক শাস্তির দাবিও করছেন তারা।

  • ভালুকায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

    ভালুকায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

    ময়মনসিংহ সংবাদদাতা।।
    ময়মনসিংহের ভালুকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

    শুক্রবার (১৭জানুয়ারি ২০২৫) সন্ধ্যা ৬ টায় ভালুকা প্রেসক্লাব হলরুমে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় ভালুকা উপজেলার বিভিন্ন অসংঙ্গতি ও সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা। উপজেলা নির্বাহী অফিসার সমস্যাগুলোর নোট নেন এবং এর সমাধানে চেষ্টা চালাবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।ওই সময় ওঠে আসে অনলাইন জুয়া মাদক, কিশোরগ্যাং সমস্যার সমাধান, চাঁদাবাজি বন্ধসহ পৌরসদরের ভিতরে যানজট নিরসন, বর্জ নিস্কাশনে ডাম্পিং স্টেশন স্থাপন, ভঙ্গুর ও সরু রাস্তাগুলি সংস্কারসহ নানাবিধ সমস্যা। উপজেলা নির্বাহী অফিসার প্রতিটি সমস্যা নিষ্ঠার সাথে দ্রুততার সহিত সমাধান কল্পে সাংবাদিকদের সহযোগিতা চান।

    মতবিনিময় সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
    ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জ্বল, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান, এস এম শাহজাহান সেলিম, মাইনউদ্দিন, ভালুকা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ সবুর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, এছাড়াও আরো বক্তব্য রাখেন আলমগীর হোসেন, এনটিভি, মোবাশ্যারুল ইসলাম সবুজ,জহিরুল ইসলাম জুয়েল,মোখলেসুর রহমান মনির,আতাউর রহমান তরফদার, রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

  • তালতলীতে জেলেদের বিশ্রামাগার ও লাইট হাউজ উদ্বোধন

    তালতলীতে জেলেদের বিশ্রামাগার ও লাইট হাউজ উদ্বোধন

    তালতলী প্রতিনিধি।।

    বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড়ে সমুদ্র উপকূলে নির্বিঘ্নে সকল মাছ ধরা ট্রলার চলাচল করতে লাইট হাউজ ও জেলেদের বিশ্রামাগার উদ্বোধন করা হয়েছে।

    শনিবার(১৮ জানুয়ারী) উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যার তিন নদীর মোহনায় এ লাইট হাউজ ও জেলেদের বিশ্রামাগার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা। প্রকল্পটি আর্থিক সহযোগিতা করেন দি শেয়ার ট্রাস্ট, টেকনিক্যাল সহযোগিতায় স্টার্ট ফান্ড বাংলাদেশ,সার্বিক সহযোগিতায় জাগোনারী ও বাস্তবায়নে রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা (আরএসডিও)।

    জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা (আরএসডিও) নির্বাহী পরিচালক মি.মংচিন থান,ওয়াটারকিপার বাংলাদেশ তালতলী-আমতলীর সমন্বয়ক আরিফুর রহমান, তালতলী প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝি,ইউপি সদস্য আব্দুল লতিফ নান্টু, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির সভাপতি শাহাজান শেখসহ জেলে ও বিভিন্ন পেশাজীবি মানুষ।উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সুন্দরবন কলিশন টেকনিক্যাল অফিসার আল মামু।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি।

  • নোয়াখালীতে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্দ্যোগে ২০০ (দুইশত) শীতার্তের মাঝে  শীতবস্ত্র বিতরণ

    নোয়াখালীতে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্দ্যোগে ২০০ (দুইশত) শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর সেনবাগে অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্দ্যোগে পৌর এলাকার ২০০ (দুইশত) শীতার্ত অসহায় নারী পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। ১৮ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় উপজেলার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক সৌদি প্রবাসী মহিউদ্দিন মহিন ও সংস্থাটির অনান্য প্রবাসী সদস্যদের সার্বিক সহযোগিতায় ও সমাজসেবক শহিদুল্যাহ মিন্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো,প্রবাসী কল্যান সংস্থার পরিচালক – সেচ্ছাসেবক মোজাম্মেল হোসেন, পরিচালক ও সেচ্ছাসেবক রফিকুল ইসলাম রবি, পরিচালক সাংবাদিক নুর হোসেন সুমন, পরিচালক সাংবাদিক মো: হারুন, পরিচালক সাংবাদিক হাবিবুর রহমান হারুন, পরিচালক ওমর ফারুক, পরিচালক বাবলু মিয়া সহ অনেকেই।উল্লেখ্য সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা দীর্ঘদিন যাবত সেনবাগের বিভিন্ন সামাজিক উন্নয়ন,হতদরিদ্রদের মাঝে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।

  • মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান সুমন হত্যা মামলা পূন: তদন্তে প্রকৃত আসামীদের গ্রেফতার চেয়ে সংবাদ সম্মেলন

    মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান সুমন হত্যা মামলা পূন: তদন্তে প্রকৃত আসামীদের গ্রেফতার চেয়ে সংবাদ সম্মেলন

    লিটন মাহমুদ।।
    মুন্সীগঞ্জ প্রতিনিধি :

    মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ এম সুমন হালদারকে (৪৫) প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনাটি পূন তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে এই মামলায় ভূক্তভোগীরা। শুক্রবার বিকালে পাঁচগাঁও ইউনিয়নের মিলন চেয়ারম্যানের পুরান বাড়ির আঙ্গিনায় সংবাদ সম্মেলন করে নিহত ইউপি চেয়ারম্যান এইচ এম সুমন হালদারের চাচা মো. জাহানুর রহমান সওদাগর। তিনি সমুন হত্যা মামলার ৬ নম্বর আসামী। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সংবাদ সম্মেলনে এইচ এম সুমন হালদারের চাচা মো. জাহানুর রহমান সওদাগর বলেন ২০২৪ সালে ৭ জুলাই সুমন হালদারকে  প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় আমি জড়িত না আমার ভাইয়েরাও জড়িত না। তার পরও আমার ও আমার ভাইদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কে বা করা হত্যা করেছে তাও আমি জানি না। আমরা ঘটনাটি শুনেছি। যেখানে ঘটনা ঘটেছে সেখানে সিসি ফুটেজ রয়েছে ঘটনার সময় আমি বা যাদের জড়ানো হয়েছে কেউই ছিলো না। পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সুমন হালদার দূর্বৃত্তদের হতে নিহত হওয়ার কিছু দিন পর  ১৪ জুলাই আমার একটি বাড়ি ও আমার ভাইয়ের একটি  বাড়ি  জ¦ালিয়ে দেয় প্রয়াত চেয়ারম্যান সুমন হালদারের সমর্থক ডিপজল মোল্লা,রাজিব,ইমন,সোহেল,আর্দশ,বিপুল সহ আরো ২০ থেকে ৩০জন। এতে আমার প্রায় ২ কোটি টাকা ক্ষয় ক্ষতি হয়। এঘটনায় আমি টংগিবাড়ি থানায় মামলা দিতে গেলে সে সময়কার কর্তব্যরত ওসি আমার মামলাটি গ্রহন করেননি। পরে আমি কোর্টে গিয়ে মামলা করি। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে এই মামলাটি সাজানো হয়েছে। এই মামলায় আমাকে ছাড়াও আমার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মিলানুর রহমান মিলন, মো. সেকিনুরকে জড়ানো হয়।বর্তমানে সুমন হালদার হত্যা মামলায় আমরা সবাই জামিনে আছি। প্রয়াত চেয়ারম্যান সুমন হালদারের কতিপয় সমর্থক এখন আমাকে আমার গ্রামের বাড়ি আসতে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিষয়টি আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি আমার জীবনের নিরাপত্তা চেয়েছি। আমি সহ আমার ভাইদের ও আমাদের পরিবারের লোকজনকে হুমকি দিচ্ছে। আমি পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ এম সুমন হালদার হত্যার ঘটনার সুষ্ট তদন্ত দাবী করছি এঘটনায় প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি। পাশাপশি আমাকে ও আমার দুই ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মিলানুর রহমান মিলন, মো. সেকিনুর নামে যে মিথ্যা মামলাটি দায়ের হয়েছে তা সঠিক তদন্ত করে মামলার আসামী থেকে নাম প্রত্যাহার করার জোর দাবী জানাচ্ছি। আমাদের সাথে ভাতিজা প্রয়াত চেয়ারম্যান সুমনের সাথে কোন দ্বন্দ্ব ছিলো না একটি মহল সুমন হত্যা কান্ডে আমাদের জড়িয়েছে। আমি আর আমার ভাইয়েরা সে সময় আওয়ামীলীগের রাজনীতির প্রতিহিংসার স্বীকার হয়ে মিথ্যা মামলায় আসামী হয়েছি। সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  মিলানুর রহমান মিলন, কামরুল ইসলাম,হাজি মো.খাকিনুর হাওলাদার,মো. সকিনুর ,লিটন হাওলাদার,হামিদ হাওলাদারসহ তাদের পরিবারের সদস্যবৃন্দ।    
     
    প্রসঙ্গত, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ এম সুমন হালদারকে (৪৫) প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রোববার বেলা পৌনে একটার দিকে ইউনিয়নের পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের আঙিনায়। বিদ্যালয়টির
    ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে  জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। নিহত চেয়ারম্যান সুমন হালদার পাঁচগাঁও গ্রামের প্রয়াত পিয়ার হোসেন হালদারের ছেলে। তিনি ২০২৩ সালের মার্চে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি।

  • নোয়াখালীতে ভলান্টিয়ার ফর সেনবাগের শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা

    নোয়াখালীতে ভলান্টিয়ার ফর সেনবাগের শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা

    :
    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর সেনবাগে অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর সেনবাগের উদ্দ্যোগে দেড় শতাধিক হতদরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ১৮ জানুয়ারী শনিবার বিকেলে ভলান্টিয়ার ফর সেনবাগের নব-নির্বাচিত সভাপতি মনির আহমেদ জুলেটের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা উদ্দ্যোক্তা ফখরুল ইসলাম টিপুর সভাপতিত্বে
    আয়োজিত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান মিশু।এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফাহিম, সদস্য মোহাম্মদ উল্ল্যাহ জহির, শহীদ, কাউসার, মোঃ শামসুল ইসলাম টিপু, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আবদুস সাত্তার, মোহাম্মদ মিজানুর রহমান,আবু শাকের সুমন, মোহাম্মদ আলমগীর মির্জা,মোশারফ হোসেন ও জীবন সহ আরো অনেকেই।অনুষ্ঠানে সেনবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দেড়শতাধিক অসহায় নারী পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

  • নিত্যপণ্যের উপর নতুন অতিরিক্ত ভ্যাট ট্যাক্সের প্রতিবাদে ইনসানিয়াত বিপ্লবের সংবাদ সম্মেলন

    নিত্যপণ্যের উপর নতুন অতিরিক্ত ভ্যাট ট্যাক্সের প্রতিবাদে ইনসানিয়াত বিপ্লবের সংবাদ সম্মেলন

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    নতুন অতিরিক্ত ভ্যাট ট্যাক্স জনজীবনে চলমান আর্থ-সামাজিক সংকট আরো ভয়াবহ করবে ।

    নিত্যপাণ্যের উপর নতুন করে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স আরোপের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবীতে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর উদ্যোগে আজ শনিবার ১৮ই জানুয়ারি এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    ইনসানিয়াত বিপ্লবের ঢাকা গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

    নিত্যপণ্যের উপর নতুন করে ভ্যাট ও ট্যাক্স আরোপের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবি জানিয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধগতি ও নজিরবিহীন মূল্যস্ফীতির মধ্যে জনজীবনে চরম আর্থিক সংকটের মধ্যে নতুন করে ভ্যাট আরোপ প্রতিটি পরিবার ভয়াবহ সংকটে পড়বে।

    অর্থবছরের মধ্যপথে নতুন করে ভোগ্যপণ্যের উপর অতিরিক্ত ভ্যাট আরোপ অন্তবর্তী সরকারের দেশ পরিচালনায় চরম ব্যর্থতা ও অর্থনীতি ব্যবস্থাপনায় ধ্বংসাত্মক পদক্ষেপ এবং জনগণের উপর বিবেকহীন জুলুম বলে আল্লামা ইমাম হায়াত উল্লেখ করেন ।

    ধর্মের নামে ধর্মের প্রকৃত শিক্ষার বিপরীত অধর্ম উগ্রবাদের পক্ষপাতদুষ্ট অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক প্রতিহিংসামূলক দেশবিরোধী চরিত্রের কারণে দেশ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় সকল দিকে মারাত্মক ধ্বংসাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছে উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন,ক্ষমতাসীনদের প্রতিহিংসামূলক জনবিরোধী পদক্ষেপের কারণে শত শত কলকারখানা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে লক্ষ লক্ষ কর্মজীবী চাকরিচ্যুত হয়ে লক্ষ লক্ষ পরিবার মারাত্মক ধ্বংসের মধ্যে পড়ে গেছে ।

    ক্ষমতাসীনদের অযোগ্যতা, অদক্ষতা ও দেশবিরোধী কার্যকলাপে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি এবং জনজীবনে চরম নিরাপত্তাহানিকর আতঙ্কজনক পরিস্থিতির কারণে দেশে বিনিয়োগ, উৎপাদন, উন্নয়ন ও অর্থনৈতিক গতিশীলতা বন্ধ হয়ে গেছে উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, নতুন করে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স বৃদ্ধি প্রতিটি পণ্যের দাম আরো বৃদ্ধি পাবে এবং চুরি ডাকাতি লুটতরাজ অরাজকতা নিরাপত্তাহীনতা,আরো ভয়ংকর আকার ধারণ করবে।

    সংবাদ সম্মেলনে সম্প্রতি পাহাড়ি ছাত্র-ছাত্রীদের উপর নিষ্ক্রিয় পুলিশের সামনেই ক্ষমতাসীন সমন্বয়ক চক্রের অংশ রাজাকার জামাত-শিবির জঙ্গিবাদের হিংস্র পাশবিক হামলাকে স্বৈরাচারী ফ্যাসিবাদি সন্ত্রাস বলে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান তীব্র নিন্দা জানান।

    সকল স্বৈরাচারী ফ্যাসিবাদি জঙ্গিবাদি একক গোষ্ঠীবাদি সন্ত্রাসবাদি স্বৈররাজনীতির ধ্বংসাত্মক গ্রাস থেকে,জীবন-দেশ-ধর্ম-গণতন্ত্র-মানবাধিকার ও জননিরাপত্তা রক্ষায় জনগণকে মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার
    রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আল্লামা ইমাম হায়াত।

  • মাঠে মাঠে হলদে ফুলের চাদরে ঢাকা,  বরেন্ত্র অঞ্চলে সরিষার  কম আবাদ  হলেও  বাস্পার ফলন আশা করছেন কৃষক

    মাঠে মাঠে হলদে ফুলের চাদরে ঢাকা, বরেন্ত্র অঞ্চলে সরিষার কম আবাদ হলেও বাস্পার ফলন আশা করছেন কৃষক

    রাজশাহী থেকে মো. হায়দার আলী: রাজশাহীর গোদাগাড়ীর ফসলের মাঠ সরিষার হলুদ ফুলে ছেঁয়ে গেছে। অগ্রহায়ণের হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত যেমন মাঠ, তেমনি বাম্পার ফলনের আশা করছে কৃষকেরা । এক সাথে ফোটা ফল গুলো রোদ ঝলমল আলোয় প্রকৃতির মাঝে অপরুপ সৌন্দর্যর শোভা ছড়াচ্ছে। আর তা দেখতে ভীড় করছেন প্রকৃতি প্রেমীরা ।

    কৃষকরা আগে এসব জমিতে শুধু ইরি-বোরো এক ফসলী আবাদ করে হাজার হাজার হেক্টর জমি পতিত রাখত। কালের বিবর্তনের সাথে সাথে এ অঞ্চলের কৃষকদেরও কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটেছে।

    তারা বিগত দু, যুগ ধরে ইরি-বোরো, আমন, টমেটো করোলা. লাউ, পটল, শীম, ভূট্টা, তরমুজ আবাদের পাশাপাশি সরিষার আবাদেও ঝুঁকেছে। তাই এখন সরিষার হলুদ ফুলে ফুলে ঢাকা বরেন্দ্র অঞ্চলের বিস্তীর্ণ মাঠ।

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলানসহ বরেন্দ্র অঞ্চলে চলতি রবি মৌসুমে সরিষা আবাদ কম হয়েছে। । এবছর ৭৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে আবাদ করা হচ্ছে ৬৫ হাজার ২৯৭ হেক্টর জমিতে। গেল বছর তেলবীজ জাতীয় ফসলটি আবাদ হয়েছিল ৭৭ হাজার হেক্টর জমিতে।

    রাজশাহী কৃষি অধিদপ্তর জানিয়েছে, চাষের জমি কমলেও উৎপাদনে খুব একটা প্রভাব পড়বে না। এখন পর্যন্ত ছত্রাক বা রোগবালাই না থাকায় এবার উচ্চ ফলন পাওয়া যাবে। গত বছর উৎপাদন হয়েছিল ১ লাখ ৩১ হাজার ৪৬০ টন। এ বছর ফলন ৬০ হাজার টন উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

    সরিষা চাষে জমির উর্বরতা বাড়ে। প্রতি বিঘা জমি থেকে চলতি মৌসুমে গড়ে ছয়-সাত মণ সরিষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বীজ বপন থেকে ৭০-৭৫ দিনে ফসলটিতে তেমন সেচ দিতে হয় না। বপনের সময় মাটির নিচে সামান্য পরিমাণ রাসায়নিক সার দিলেই চলে। অন্যান্য ফসলের তুলনায় সরিষা চাষে কম খরচ, কম শ্রম ও দ্রুত ফলন পাওয়া যায়। এ কারণে চাষিরা লাভ বেশি পান। ভোজ্যতেল হিসেবে সরিষার চাহিদা থাকলেও চলতি বছর চাষের জমি কমেছে।

    রাজশাহীর গোদাগাড়ীসহ ৯টি উপজেলায় সরিষার চাষ করা হচ্ছে। আমন ধান কাটার পর উপজেলার কৃষকরা বোরো মৌসুমের আগেই সরিষা চাষ করেছেন। চলতি বছর বারি-১৪, বারি-১৫, বারি-১৭, বিনা-৯, বিনা-৪, টরি-৭ জাতের সরিষা চাষ করেছেন তারা।

    সরেজমিন গোদাগাড়ী উপজেলার কমলাপুর, ভাজনপুর, রেলগেট বিল, বিলপাতিকলা, দুর্গাদহ বিল, রেলগেট বিল, সুশাডাং, বোগদামারী, কালিদীঘিসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, সরিষার হলুদ ফুলে ভরে গেছে পুরো মাঠ। ভোরের কুয়াশা, সকালের মিষ্টি রোদ কিংবা বিকেলের শীতের স্নিগ্ধতার মধ্যে দিগন্তজোড়া হলুদ সরিষা ফুল এক অন্য রকম সৌন্দর্য ফুটিয়ে তুলছে মাঠে মাঠে। কোথাও কোথাও সরিষাখেতে মৌ-বক্স বসিয়ে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহের কাজ চলছে।

    গোদাগাড়ীর বালিয়াঘাট্টা গ্রামের চাষি শফিকুল ইসলাম বলেন, প্রতিবছরই তিনি চার বিঘা জমিতে সরিষা চাষ করেন। এবার কৃষি কর্মকর্তারা আরও বেশি জমিতে চাষ করার পরামর্শ দেন। গত বছর ভালো লাভ হওয়ায় তিনি রাজি হয়ে যান। এবার চাষ করেছেন সাত বিঘা জমিতে। এই জমি থেকে ইতোমধ্যে দুই হাজার টাকার শাক বিক্রি করেছেন তিনি।

    চব্বিশনগর গ্রামের আব্দুল লতিফ মাষ্টার জানান, এবার তিনি নয় বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষা চাষ করেছেন। গত বছর তিনি প্রতি বিঘায় সাত-নয় মণ ফলন পেয়েছিলেন। প্রতি মণ সরিষা শুরুতে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৬০০ টাকা বিক্রি করেছিলেন। এবারো তেমনটিই আশা করছেন।

    চাষী আব্দুল মাতিন জানান, সরিষা চাষে বিঘাপ্রতি খরচ ৫-৬ হাজার টাকা। চাষের ৭০-৭৫ দিনের মধ্যে ফলন পাওয়া যায়। গত বছর সরিষা বিক্রি হয়েছে প্রতি মণ ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকা। বাজারে এখনো ভালো মানের সরিষা বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা। কৃষি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ প্রদান করছেন।

    রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক উম্মে ছালমা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার উচ্চ ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এবার চাষের জমি কমেছে। প্রতি হেক্টরে ফলন ধরা হয়েছে ১ দশমিক ৬ টন। সে হিসাবে চলতি মৌসুমে ১ লাখ ৪ হাজার ৪৭৫ হাজার টন সরিষা উৎপাদন হতে পারে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • রাজশাহীতে গ্রেপ্তার ৩ ভূয়া সমন্বয়ক কারাগারে

    রাজশাহীতে গ্রেপ্তার ৩ ভূয়া সমন্বয়ক কারাগারে

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পরিত্যক্ত বাড়িতে এক কলেজছাত্রকে আটকে রেখে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগের তিনজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ নগরের উপশহরের এই পরিত্যক্ত বাড়ি থেকে কলেজছাত্রকে উদ্ধারের পর তাদের গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। গ্রেপ্তারকৃতরা তিনজনই ছাত্র।

    এ ঘটনায় রাতেই বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ।

    গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহাদত হোসেন (২৫), বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (২২) ও শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী তাহাসান হোসেন আকাশ (২১)। এদের মধ্যে শাহাদাতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। অন্য দুজনের বাড়ি নাটোর সদরে।

    আর ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাহিম হোসেন জীম (১৭)। তিনি রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র।

    ফাহিম হোসেন জীম বলেন, ‘আন্দোলনের সময় শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত আমি আন্দোলনে ছিলাম। কিছুদিন ধরে আমাকে বার বার কল করা হচ্ছিল। বলা হচ্ছিল, আমি নাকি ছাত্রলীগ করি। আমি নগর ভবনের সামনে ছিলাম। সেখান থেকে আমাকে তুলে আনা হয়েছে। আনার পরে মারধর করে। বলে, আমার সঙ্গে নাকি ছাত্রলীগের যোগাযোগ আছে। তারা আমার কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। পরে আমি আমার দুজন বন্ধুকে ডাকলাম। আমার বন্ধুরা এসে লোকজন ডেকে আমাকে উদ্ধার করে।’

    জীমকে উদ্ধারে গিয়েছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি। তিনি বলেন, ‘আমরা গিয়ে দেখি, ওই ছাত্রকে গ্যারেজে অন্ধকারের মধ্যে আটকে রাখা হয়েছে। আমি ওই তিনজনের পরিচয় জানতে চাই। তখন তারা নিজেদের সমন্বয়ক পরিচয় দেয়। বলে, ওপরের নির্দেশ আছে এই ছেলেকে ধরার জন্য। তার বন্ধু ছাত্রলীগ করে। একে ধরলে তার বন্ধুকে পাওয়া যাবে। আমি তাদের কাছে ওপরের নির্দেশটিই দেখতে চাই। কিন্তু তারা কোনো নির্দেশনা দেখাতে পারেনি। এরই মধ্যে পুলিশ চলে আসে। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।’

    কাফি আরও বলেন, ‘এরা যে ছেলেটিকে ধরে আনে সে ছাত্রলীগ না। মোবাইলে ছবি দেখলাম সে নিজেই আন্দোলনে ছিল। ছেলেটির কাছে প্রথমে দেড় লাখ এবং পরে এক লাখ টাকা দাবি করেছিল। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই তিনজন নিজেদের তাহাস নূর নামে একজনের লোক বলে পরিচয় দেয়। তাহাস ৫ আগস্টের পর শিক্ষার্থীদের নিয়ে নগর ভবন পাহারার দায়িত্বে ছিলেন।’

    তাহাস নূর রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী। যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি নাগরিক কমিটির প্রতিনিধি। ওই তিনজন আন্দোলনের সময় আমার সাথে ছিল। আমরা একসঙ্গে নগর ভবন পাহারা দিয়েছি। তারা আমাকে জানায় যে, তারা একজন ছাত্রলীগকে ধরেছে। আমি তাকে পুলিশে দেওয়ার জন্য বলেছিলাম। পরে কী হয়েছে সেটা আমি বলতে পারব না।’

    বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ‘সমন্বয়ক পরিচয়ে এক কলেজছাত্রকে সাবেক মেয়রের পরিত্যক্ত বাসায় আটকে রাখার খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে ছেলেটিকে উদ্ধার করে এবং তিনজনকে থানায় নিয়ে আসে। থানায় জিজ্ঞাসাবাদে মুক্তিপন দাবির কথা স্বীকার করেছে। এ ঘটনায় ভুক্তভোগি ফাহিম হোসেন জীম থানায় মামলা করেছে। সে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।