August 8, 2025, 3:33 pm
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্দ্যোগে পৌর এলাকার ২০০ (দুইশত) শীতার্ত অসহায় নারী পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। ১৮ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় উপজেলার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক সৌদি প্রবাসী মহিউদ্দিন মহিন ও সংস্থাটির অনান্য প্রবাসী সদস্যদের সার্বিক সহযোগিতায় ও সমাজসেবক শহিদুল্যাহ মিন্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো,প্রবাসী কল্যান সংস্থার পরিচালক – সেচ্ছাসেবক মোজাম্মেল হোসেন, পরিচালক ও সেচ্ছাসেবক রফিকুল ইসলাম রবি, পরিচালক সাংবাদিক নুর হোসেন সুমন, পরিচালক সাংবাদিক মো: হারুন, পরিচালক সাংবাদিক হাবিবুর রহমান হারুন, পরিচালক ওমর ফারুক, পরিচালক বাবলু মিয়া সহ অনেকেই।উল্লেখ্য সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা দীর্ঘদিন যাবত সেনবাগের বিভিন্ন সামাজিক উন্নয়ন,হতদরিদ্রদের মাঝে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।